শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও পুলিশ পরিচয়দানকারী ৪ প্রতারক গ্রেপ্তার

আরিফুল ইসলাম: [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয় দানকারী প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ সদস্যরা।

[৩] সরাইল থানার ওসি আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ জানান, বুধবার দুপুরের পর সরাইল সদরের উচালিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়ী, পুলিশের সিগন্যাল লাইট, ওয়াকিটকি ওয়ারলেস সেট, বিশেষ জজ এবং জেলা ও দায়রা জজ লেখা স্টিকার, পুলিশ লেখা স্টিকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনোগ্রাম যুক্ত স্টিকার এবং সাংবাদিক ও প্রেস লেখা স্টিকার জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদপুর উপজেলার লারুয়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৮), বরগুনা জেলা সদরের মৃত কাশেম আলীর ছেলে লিটন মিয়া (২৮), সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে মিজান মিয়া (৩২) এবং দেওড়া গ্রামের বাগ বাড়িয়া'র নুর মিয়ার ছেলে জহির মিয়া (৪০)।

পুলিশ সূত্র জানায়, সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানের দিকনির্দেশনায় ওসি নাজমুল আহমেদের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে এই চার প্রতারক'কে গ্রেফতার করেন। আটককৃতরা কখনো ম্যাজিস্ট্রেট, কখনো সাংবাদিক, কখনো পুলিশ, কখনো জেলা দায়রা জজ পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে সরাইল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান বুধবার রাতে জানান, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত সরাইল উপজেলার আশপাশের এলাকায় এবং ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন যানবাহনে প্রতারণা ও জালিয়াতি করে আসছিল। বিষয়টি আমরা অবগত হওয়ার পর থেকে চক্রটির ব্যাপারে সতর্ক হই ও এই প্রতারক চক্রটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করি।অবশেষে আমরা একাজে সফল হই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়