শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ সিটি করপোরেশন উন্নয়নে একনেকে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আজহারুল হক: [২] ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নতকরণ’ প্রকল্পে ১৫৭৫ কোটি ৬ লাখ টাকার নতুন অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) । এতে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

[৩] মঙ্গলবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

[৪] এদিকে ১৫৭৫ কোটি টাকার অনুমোদন দেওয়ায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, প্যানেল মেয়র, কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিটি করপোরেশনের হতে অভিনন্দন জানিয়েছে আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশন থেকে আনন্দ মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান দুলালসহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

[৫] প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একনেক সভায় অংশ নেন। আর সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভায় অংশ নেন।

[৬] একনেক সভায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

[৭] এছাড়ার একনেক সভায় আরো তিনটি প্রকল্প অনুমোদন দিয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনসহ মোট ৪টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় তিন হাজার ৯০৩ কোটি ৬১ লাখ টাকা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়