রাজু চৌধুরী: [২] চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে খুন হয় যুবক মো. মাহবুব(৩২) এই হত্যাকাণ্ডে জড়িত থাকা (০৫) জনকে আটক করেছে পাহাড়তলি থানা পুলিশ।
[৩] মঙ্গলবার (৮ ডিসেম্বর) থানা সূত্রে জানা যায়, পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় খুনিদের। আটককৃত আসামীরা হল: মোঃ আমির হোসেন (১৮), মো: মোবারক হোসেন শাকিল (১৯), মো: মোবারক হোসেন (১৯), মো: আমিনুল ইসলাম তুহিন (২০) ও মো: শাহ আলম (১৯)।
[৪] এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ আরিফ হোসেন বলেন, দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে খুন হওয়া মো. মাহবুব এর হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক, অপারেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন, এসআই মোঃ ওমর ফারুক, এসআই মোঃ রেজোয়ানুল ইসলাম, এএসআই উত্তম ধর, এএসআই কৌশিক চৌধুরী সহ সঙ্গীয় অফিসার ফোর্স ঘাটস্থলের আশপাশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আটক করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত এবং আটকের চেষ্টা অব্যাহত আছে। আশা করছি খুব দ্রুতই তাদের আটক করা সম্ভব হবে।
[৫] তিনি আরও জানান, গত ০৬ ডিসেম্বর ০৮:৩০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীস্থ মন্ত্রীর বাড়ীর সামনে কার্টুন ফ্যাক্টীর পাকা রাস্তার উপর আটককৃত আসামিরা খুন হওয়া মাহাবুবের এক বন্ধুকে মারধর করলে তাকে বাঁচাতে মাহবুব এগিয়ে তর্কাতর্কিকে কেন্দ্র করে রাত অনুমানিক ১০:১০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীস্থ মন্ত্রীর বাড়ীর সামনে কার্টুন ফ্যাক্টীর পাকা রাস্তার উপর ভিকটিম মোঃ মাহাবুবকে (৩২) ছুরিকাঘাত করে গুরুতর মারাত্মক ভাবে জখম করে। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
[৬] মঙ্গলবার বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় এঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে এবং মামলাটি তদন্তাধীন আছে বলে জানান এসি আরিফ হোসেন।