শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ৫ মাসে সর্বনিম্ন শনাক্তের রেকর্ড

মিনহাজুল আবেদীন : [২] বর্তমান ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস নিয়ন্ত্রণহীন এসছে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এই সময়ে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৫৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে। কলকাতা ২৪

[৩] ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রতিদিনের শনাক্ত ও মৃত্যুহার গত ১০ জুলাই থেকে কম রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়। মৃত্যুও নেমে এসেছে ৪শ'র নিচে। নতুন করে ৩৮৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৯৫৮ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ছাড়িয়েছে। জাগোনিউজ

[৪] গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার মানুষ। এ নিয়ে মোট প্রায় ৮২ লাখ মানুষ সুস্থ্ হয়েছেন। সুস্থতার হার ৯৪ দশমিক ৬ শতাংশ। তবে ভারত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রে দেড় কোটির বেশি ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত প্রায় পৌনে ১ লাখ। বর্তমান

[৫] এদিকে বিশ্বে করোনা শনাক্ত বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৭৯ লাখ ছাড়িয়েছে। মৃত মানুষের সংখ্যা সাড়ে ১৫ লাখ হাজার ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে যুক্তরাজ্যে অনুমদোন পেয়েছে ফাইজারের করোনা ভ্যাকসিন। আজ দেশটিতে ভ্যাকসিন দেয়ার কাজ শুরুর কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়