রাহুল রাজ : [২] মোহাম্মদ কায়সার হামিদ, বাংলার ফুটবল ইতিহাসের এক নক্ষত্রের নাম। বাংলাদেশ জাতীয় দল ও মোহামেডানের হয়েই কাটিয়ে দিয়েছিলেন তার পুরা ফুটবল ক্যারিয়ার। একজন ডিফেন্ডার হয়েও বাংলার ফুটবলের ব্রান্ড ছিলেন তিনি।
[৩] এবার তার ছেলে সাদাত হামিদকে দেখা যাবে ঐতিহ্যবাহী মোহামেডানের জার্সিতে। গত কাল ইউনাইটেড ইউনিভার্সিটি গ্রাউন্ডে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন এই সাদাত হামিদ।
[৪] মোহামেডানের জার্সিতে দেখা যাবে কায়সার হামিদের ছেলে সাদাত হামিদকে
[৫] ২০ বছর বয়সী সাদাত বাবার মতই একজন ডিফেন্ডার। তবে তিনি ডিফেন্সিভ মিডে খেলতেই বেশি পছন্দ করেন।
[৬] তারও লক্ষ্য বাবার মতই একজন খ্যাতিমান ফুটবলার হওয়া।
[৭] বর্তমানে সাদাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টে অধ্যায়নরত আছেন। পড়াশুনার পাশাপাশি ফুটবলাইটাই যেন তার সবকিছু। এর আগে কোন পেশাদার দলে না খেললেও বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ফুটসাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তিনি। - প্রেস বিজ্ঞপ্তি