শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের ৫৩ সহযোগী এ পর্যন্ত করোনায় আক্রান্ত, সর্বশেষ গিলিয়ানি

রাশিদুল ইসলাম : [২] মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্ধশতেরও বেশি সহযোগী কোভিডে আক্রান্ত হয়েছেন। এদের সর্বশেষ হচ্ছেন রুডি গিলিয়ানি যিনি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী। নিউইয়র্ক টাইমস/এনবিসি নিউজ/ফোর্বস

[৩] ট্রাম্প প্রশাসনে কর্মরতরা যথাযথভাবে কোভিড সুরক্ষা স্বাস্থ্যবিধি মেনে চলছেন না বলেই অভিযোগ উঠেছে।

[৪] প্রেসিডেন্ট ট্রাম্প নিজে কোভিডে আক্রান্ত হওয়ার পর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, তাদের দুই পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ব্যারন ট্রাম্প, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকেনানি, উপদেষ্টা স্টিফেন মিলার, নির্বাচনী প্রচারণা ম্যানেজার বিল স্টেপিয়েন এবং হোয়াইট হাউসের সাবেক কাউন্সেলর কেলিয়ানি কনওয়ে কোভিডে আক্রান্ত হন।

[৫] এরপরও ট্রাম্প প্রশাসনের খুব কম কর্মকর্তাদেরই মাস্ক পরতে দেখা গেছে। কোভিডের শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক পরতে অনীহা দেখান।

[৬] প্রেসিডেন্ট ট্রাম্প ও তার অধিকাংশ সহযোগী ও কর্মকর্তা সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলেননি। নির্বাচনী প্রচারণায় তা মেনে চলাও খুব কঠিন ছিল।

[৭] গত অক্টোবরে কোভিডে ২ লাখ ৮০ হাজার মার্কিন নাগরিক কোভিডে মারা যাওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে ট্রাম্প প্রশাসন খুব একটা পাত্তা দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প এও বলেন মার্কিনীদের কোভিডকে ভয় পাওয়ার কিছু নেই। যদিও ট্রাম্প কোভিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে যান এবং তাকে ভাইরাসটির সঙ্গে লড়াই করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসতে হয়।

[৮] রুডি গিলিয়ানিকে জর্জিয়া ও মিশিগানে গত সপ্তাহে ট্রাম্পের দায়ের করা মামলার শুনানিতে অংশ নিতে দেখা যায় এবং তিনি তখন মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন না। কংগ্রেসের ৭৩ শতাংশ সদস্য কোভিডে আক্রান্ত যারা রিপাবলিকান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়