শিরোনাম
◈ পা‌কিস্তান বংশোদ্ভূত ৪২ ক্রিকেটারের ভারতে আসা নিয়ে প্রশ্ন! ভিসা সমস্যা সমাধা‌নে মা‌ঠে নে‌মেছে আই‌সি‌সি ◈ জামায়াত জোটে ভাঙন, কার ক্ষতি হলো ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসকের দৃষ্টিতে রোনালদো নয়, সেরা অ্যাথলেট গেরেথ বেল

স্পোর্টস ডেস্ক : [২] রিয়াল মাদ্রিদের অসংখ্য জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ও গেরেথ বেল। বর্তমানে স্প্যানিশ দলটির হয়ে কেউই খেলছেন না। খেলার পাশাপাশি রোনালদো-বেল দুজনই নিজেদের ফিটনেসের জন্য বেশ জনপ্রিয়। রিয়ালে দুজনকে খুব কাছ থেকে দেখেছেন ক্লাবের সাবেক চিকিৎসক জেসুস ওলমো। তার মতে রোনালদোর তুলনায় সেরা অ্যাথলেট বেল।

[৩] ৩৫ বছর বয়সী পর্তুগীজ মহাতারকা মাঠে নামলেই যখন নতুন সব রেকর্ডের মালিক হচ্ছেন তখন তার স্বদেশী এই চিকিৎসক ৩১ বছর বয়সী ওয়েলসের অধিনায়ককে এগিয়ে রাখলেন। দ্য সানে প্রকাশিত এক প্রতিবেদনে জেসুস ওলমো বলেন, আমার দেখা সর্বকালের সেরা অ্যাথলেট বেল। আমি মনে করি বেল এমন একজন ব্যক্তি যিনি যে কোনও খেলায় সুবিধা করতে পারবেন।

[৪] ক্রিশ্চিয়ানো তুলনায় বেলকে এগিয়ে রেখে রিয়ালের সাবেক এই চিকিৎসক বলেন, তার স্কিল অসাধারণ। বিশেষ করে টেকনিক্যাল স্কিল। তিনিই একজন ছিলেন প্রতিটি ক্ষেত্রে আমাকে মুগ্ধ করেছিলেন।

[৫] তার মতে ওয়েলস ফরোয়ার্ডের সেরা সময়টা মাদ্রিদ সমর্থকরা বেলের সেরা সময়টা দেখতে পারেননি। কারণ ক্যারিয়ারের বিভিন্ন সময় ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা নয় বছর লস ব্লাঙ্কোসদের জার্সিতে মাঠ মাতিয়েছেন পর্তুগিজ মহাতারকা সি আর সেভেন। বর্তমানে খেলছেন জুভেন্টাসে। গেল সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নেমে ছুঁয়েছেন ৭৫০ গোলের মাইলফলক।

[৬] এদিকে ২০১৩ সালে বিশ্ব ১০০ মিলিয়ন ইউরোতে বিশ্ব রেকর্ডে রিয়ালে যোগ দিয়েছিলেন বেল। সাত বছর পর লোনে আবারও ফিরে গেছেন পুরাতন দলে। গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে এলএএসকের বিপক্ষে জয় পেয়েছে হটসপার। ওই ম্যাচে ক্যারিয়ারের ২০০তম গোল পেয়েছেন বেল।- দ্য সান/ আরটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়