শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসকের দৃষ্টিতে রোনালদো নয়, সেরা অ্যাথলেট গেরেথ বেল

স্পোর্টস ডেস্ক : [২] রিয়াল মাদ্রিদের অসংখ্য জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ও গেরেথ বেল। বর্তমানে স্প্যানিশ দলটির হয়ে কেউই খেলছেন না। খেলার পাশাপাশি রোনালদো-বেল দুজনই নিজেদের ফিটনেসের জন্য বেশ জনপ্রিয়। রিয়ালে দুজনকে খুব কাছ থেকে দেখেছেন ক্লাবের সাবেক চিকিৎসক জেসুস ওলমো। তার মতে রোনালদোর তুলনায় সেরা অ্যাথলেট বেল।

[৩] ৩৫ বছর বয়সী পর্তুগীজ মহাতারকা মাঠে নামলেই যখন নতুন সব রেকর্ডের মালিক হচ্ছেন তখন তার স্বদেশী এই চিকিৎসক ৩১ বছর বয়সী ওয়েলসের অধিনায়ককে এগিয়ে রাখলেন। দ্য সানে প্রকাশিত এক প্রতিবেদনে জেসুস ওলমো বলেন, আমার দেখা সর্বকালের সেরা অ্যাথলেট বেল। আমি মনে করি বেল এমন একজন ব্যক্তি যিনি যে কোনও খেলায় সুবিধা করতে পারবেন।

[৪] ক্রিশ্চিয়ানো তুলনায় বেলকে এগিয়ে রেখে রিয়ালের সাবেক এই চিকিৎসক বলেন, তার স্কিল অসাধারণ। বিশেষ করে টেকনিক্যাল স্কিল। তিনিই একজন ছিলেন প্রতিটি ক্ষেত্রে আমাকে মুগ্ধ করেছিলেন।

[৫] তার মতে ওয়েলস ফরোয়ার্ডের সেরা সময়টা মাদ্রিদ সমর্থকরা বেলের সেরা সময়টা দেখতে পারেননি। কারণ ক্যারিয়ারের বিভিন্ন সময় ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা নয় বছর লস ব্লাঙ্কোসদের জার্সিতে মাঠ মাতিয়েছেন পর্তুগিজ মহাতারকা সি আর সেভেন। বর্তমানে খেলছেন জুভেন্টাসে। গেল সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নেমে ছুঁয়েছেন ৭৫০ গোলের মাইলফলক।

[৬] এদিকে ২০১৩ সালে বিশ্ব ১০০ মিলিয়ন ইউরোতে বিশ্ব রেকর্ডে রিয়ালে যোগ দিয়েছিলেন বেল। সাত বছর পর লোনে আবারও ফিরে গেছেন পুরাতন দলে। গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে এলএএসকের বিপক্ষে জয় পেয়েছে হটসপার। ওই ম্যাচে ক্যারিয়ারের ২০০তম গোল পেয়েছেন বেল।- দ্য সান/ আরটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়