ওয়ালি উল্লাহ সিরাজ : [২] চীনা রাষ্ট্রীয় চ্যানেল সিসিটিভি বলছে, দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এই ঘটনা ঘটে।এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন। তাদেরকে উদ্ধারে অভিযান চলছে।
[৩] চংকিনয়ের ডায়োশুইডং খনি থেকে একজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। চীনা খনিগুলোতে সুরক্ষা বিধীমালা ঠিকমতো না মানা এই ধরণের দূর্ঘটনা খুবই নিয়মিত ঘটনা। দেশটিতে ব্যক্তি পর্যায়ে অসংখ্য ছোট ছোট কয়লাখনি রয়েছে, যেগুলো প্রায়শই দূর্ঘটনার শিকার হয়। বিবিসি
[৪] কিছু উপকরণ খনি কোম্পানিটি পরিত্যক্ত ঘোষণা করায় ২ মাস বন্ধ ছিলো খনিটি। বন্ধ একটি খনিতে শ্রমিকরা কি করছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে বেইজিং। এই চনকিং এরই সংজাও খনিতে সেপ্টেম্বর মাসের শেষদিকে কার্বন মনো-অক্সাই নিস:রণে মারা গিয়েছিলেন ১৬ শ্রমিক। আল জাজিরা
সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল