স্বপন দেব: [২] করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক সপ্তাহের শেষ দিনে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। “চলছে মোদের মাস্ক শুমারী, আসুন সবাই মাস্ক পরি” এই স্লোগান নিয়ে জেলা পুলিশের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
[৩] বুধবার (২ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের কুসুমবাগ মোড়ে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারির” উদ্বোধন করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান।
[৪]এসময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিমল দে, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) বদিউজ্জামান সহ পুলিশ বিভাগের বিভিন্ন পদ মর্যদার সদস্যবৃন্দ।
[৫] উল্লেখ্য গত ২৬ নভেম্বর জেলার ৩০ স্থানে মঞ্চ করে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক সপ্তাহ শুরু হয়। আজ “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালনের মধ্যেদিয়ে সমাপ্তি হচ্ছে।