ইরেশ যাকের: ইনকাম ট্যাক্স দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব। এখন ট্যাক্সের টাকার মিসইউজ হতে পারে, এই ভেবে আমরা যদি ট্যাক্সই না দিই, তাহলে দেশ কীভাবে চলবে? দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিত সময়মতো ইনকাম ট্যাক্সের টাকা পরিশোধ করা। আমাদের দেওয়া এই ট্যাক্সের সাথে দেশের উন্নয়ন এবং আপামর জনসাধারণের জীবনমানের উন্নয়নও কিন্তু জড়িত। তাই দশের ভালো করতে গেলে ট্যাক্স দিতেই হবে। করোনার সময় ট্যাক্স দিতে যাওয়া নিয়ে টেনশনে ছিলাম। বিকল্প উপায় খুঁজছিলাম। তখন এক জুনিয়র কলিগ বললো, এই বিকাশ থেকেও নাকি ইনকাম ট্যাক্স দেওয়া যায়। ব্যস! ঘরে বসেই আরামসে ইনকাম ট্যাক্স দিয়ে দিলাম। যারা ট্যাক্স দেওয়ার মতো ইনকাম থাকা সত্ত্বেও ট্যাক্স দিচ্ছেন না, তারা কিন্তু নিজেদের বিপদে পড়ার রাস্তা তৈরি করছেন। এখন ফাঁকি দিয়ে পার পেয়ে গেলেও লাইফে কোনো এক সময় অডিটের পাল্লায় পড়ে যাবেন। তখন লৌহকষ্টের উপার্জনের টাকাও কালো টাকা বলে গণ্য হবে। শুধু দায়িত্ব বলে নয়, ভবিষ্যৎ ঝামেলা এড়াতে ইনকাম ট্যাক্স দেওয়াটা মনে হয় জরুরি। ফেসবুক থেকে