হাসান মোরশেদ: জামায়াতে ইসলামের নেতৃত্বে পশ্চিম পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালানোর পর পাকিস্তান সরকার দুজন বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করে। ১৯৫৩ সালে গঠিত এই কমিশন মুনীর কমিশন নামে পরিচিত। মুনীর কমিশনকে দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক কী রকম হতে পারে সে বিষয়ে পরামর্শ দিতে। কমিশন সকল ধর্মের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে। সবচেয়ে বেশি আলোচনা করে সুন্নীদের নানা উপদলের সঙ্গে। বিস্তারিত আলোচনার পর কমিশন একটি দীর্ঘ প্রতিবেদন পেশ করে তাদের পরামর্শসহ। প্রতিবেদনে উল্লেখ করা হয় মোল্লাদের নানা গোত্রের সঙ্গে আলাপে কেবল মাত্র একটি বিষয়ে তাদের মতৈক্য পাওয়া গেছে।
সেটি হলো ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের সমান অধিকার থাকবে না। কিন্তু সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যখন কমিশন জিজ্ঞেস করেছে কারা প্রকৃত মুসলমান। মোল্লাদের প্রত্যেক গোত্র নিজেদের ছাড়া বাকি সকলকেই মুসলমান হিসেবে খারিজ করে দিয়েছে। সবশেষে কমিশনের উপদেশ ছিলো এই মধ্যযুগীয় মানসিকতার মোল্লাদেরকে গুরুত্ব দিলে পাকিস্তান কখনোই একটি আধুনিক রাষ্ট্র হতে পারবে না। অমুসলিমদের নির্যাতন তো করবেই, পাশাপাশি নিজেরা নিজেরা মারামারি করে রাষ্ট্রকে নরকে পরিণত করবে। ফেসবুক থেকে