শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মোরশেদ: মধ্যযুগীয় মানসিকতার মোল্লাদেরকে গুরুত্ব দিলে পাকিস্তান কখনোই একটি আধুনিক রাষ্ট্র হতে পারবে না

হাসান মোরশেদ: জামায়াতে ইসলামের নেতৃত্বে পশ্চিম পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালানোর পর পাকিস্তান সরকার দুজন বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করে। ১৯৫৩ সালে গঠিত এই কমিশন মুনীর কমিশন নামে পরিচিত। মুনীর কমিশনকে দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক কী রকম হতে পারে সে বিষয়ে পরামর্শ দিতে। কমিশন সকল ধর্মের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে। সবচেয়ে বেশি আলোচনা করে সুন্নীদের নানা উপদলের সঙ্গে। বিস্তারিত আলোচনার পর কমিশন একটি দীর্ঘ প্রতিবেদন পেশ করে তাদের পরামর্শসহ। প্রতিবেদনে উল্লেখ করা হয় মোল্লাদের নানা গোত্রের সঙ্গে আলাপে কেবল মাত্র একটি বিষয়ে তাদের মতৈক্য পাওয়া গেছে।

সেটি হলো ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের সমান অধিকার থাকবে না। কিন্তু সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যখন কমিশন জিজ্ঞেস করেছে কারা প্রকৃত মুসলমান। মোল্লাদের প্রত্যেক গোত্র নিজেদের ছাড়া বাকি সকলকেই মুসলমান হিসেবে খারিজ করে দিয়েছে। সবশেষে কমিশনের উপদেশ ছিলো এই মধ্যযুগীয় মানসিকতার মোল্লাদেরকে গুরুত্ব দিলে পাকিস্তান কখনোই একটি আধুনিক রাষ্ট্র হতে পারবে না। অমুসলিমদের নির্যাতন তো করবেই, পাশাপাশি নিজেরা নিজেরা মারামারি করে রাষ্ট্রকে নরকে পরিণত করবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়