শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কমিউনিকেশন টিমের সব পদেই নারী

লিহান লিমা: [২] নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কমিউনিকেশন টিমে প্রত্যেক নারী সদস্য নিয়োগ দিয়েছেন। এই প্রথমবারের মতো হোয়াইট হাউসের গোটা সিনিয়র কমিউনিকেশন টিমের সব সদস্যই নারী। এই শীর্ষ ৭ কমিউনিকেশন পদের মধ্যে ৪জন নারীই কৃষ্ণাঙ্গ। টাইমস/এপি

[৩]ভাইস-প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের কমিউনিকেশন ডিরেক্টর ও বাইডেনের নির্বাচনী প্রচারণার পরিচালক কেট বেডিংফিল্ড হোয়াইট হাউস কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

[৪]ডেমোক্রেট দলের দীর্ঘদিনের মুখপাত্র ও হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশন ডিরেক্টর জেনিফার পিসাকি বাইডেনের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করবেন।

[৫]বাইডেনের নির্বাচনি প্রচারণা শিবিরের সমন্বয়ক পিলি তোবার ডেপুটি কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।

[৬]সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনে আঞ্চলিক রাজনৈতিক পরিচালক হিসেবে কাজ করা কেরিন জেন পিয়েরে ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন।

[৭]বাইডেনে প্রচারণা শিবিরের জ্যেষ্ঠ পরামর্শক সাইমন স্যান্ডার্স কামালা হ্যারিসের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন।

[৮]হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির সাবেক কমিউনিকেশন ডিরেক্টর অ্যাশলি অ্যান্থনি হ্যারিসের কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।

[৯]ভি-পি থাকাকালে বাইডেনের প্রেস সেক্রেটারি এলিজাবেথ আলেক্সান্ডার ফার্স্ট লেডি জিল বাইডেনের কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।

[১০]বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এসেই কমিউনিকেশন টিমের গুরুত্ব কমিয়েছিলেন। তার টিম খুব একটা প্রেস ব্রিফিং করে নি। এমনকি ট্রাম্প নিজেই অনেকসময় নিজের প্রেস সেক্রেটারির ভূমিকা পালন করেছেন। হোয়াইট হাউসের প্রেস টিমকে বাদ দিয়ে নিজেই যোগাযোগ করেছেন প্রিয় ফক্স নিউজের সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়