আনিস আলমগীর: বাংলাদেশে ভাস্কর্য থাকবে, মূর্তি থাকবে, রবীন্দ্র সংগীত থাকবে, গজল থাকবে, জারি-সারি পালা গান থাকবে। নাটক-সিনেমা থাকবে, ওয়াজও থাকবে।
নামাজ থাকবে, পূজাও থাকবে। আবার কোনোটাই পালন না করার অধিকারও থাকবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা –আরও যা যা দরকার সব থাকবে।
১৯৭১ সালেই পাকিস্তানপন্থীদের পরাজয়ের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত হয়ে গেছে। যারা এসব মানতে পারবেন না তারা দেশদ্রোহী। ভারত-পাকিস্তান যাওয়ার চেষ্টা করুন। তারাও আপনাদের গ্রহণ করবে কিনা জানিনা।
না করলে কি আর করবেন! বঙ্গোপসাগরে ঝাঁপ দেন। ফেসবুক থেকে