ডেস্ক রিপোর্ট: করোনা পরিস্থিতিতে ভারতের অযোধ্যায় ‘রাম বারাত’ বাতিলের ঘোষণা করেছে বিশ্ব হিন্দু পরিষদ তথা ভিএইচপি।
এ অঞ্চলে রাম-সীতার বিবাহবার্ষিকী উৎসব পালনের রেওয়াজ অনেক আগে থেকেই। প্রতি বছরই এই উৎসব উপলক্ষে রাম জন্মভূমি থেকে বরযাত্রীদের শোভাযাত্রা (বারাত) বের করেন রামভক্তেরা। সেই শোভাযাত্রা যায় নেপালের জনকপুরে রাম-সীতার বিবাহস্থলে।সংগঠনের মুখপাত্র শরদ শর্মা শনিবার একই ঘোষণায় বলেন, ‘‘অযোধ্যার সন্ত সমাজের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
আরও জানিয়েছেন, করোনা আবহে ‘রাম বারাত’ বাতিল হলেও অযোধ্যায় এই উৎসব পালিত হবে।তিনি বলেন, ‘‘অযোধ্যাবাসী মাটির প্রদীপ জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে, পতাকা উত্তোলন এবং পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে রাম-সীতার বিবাহ উৎসব পালন করবেন।’’
অযোধ্যার জানকী মহল মন্দিরের পরিচালন পর্ষদের সদস্য আদিত্য সুলতানিয়া গণমাধ্যমকে শনিবার বলেন, ‘‘প্রশাসনের নির্দেশনা মেনে কভিড বিধি অনুসরণ করে আমরা অযোধ্যায় ভগবান রামের বরযাত্রার আয়োজন করেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে অযোধ্যা এলাকাতেই সেই শোভাযাত্রা সীমাবদ্ধ রাখা হবে।’’