রাহুল রাজ: [২] আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে উইন্ডিজ দল। পূর্ণাঙ্গ সেই সিরিজের জন্য দল পাঠানোর আগে বাংলাদেশে পরিদর্শক দল পাঠানোর কথা ছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ডের। সেই প্রতিনিধি দল এসে পৌঁছেছে বাংলাদেশে।
[৩] শনিবার ২৮ নভেম্বর ঢাকায় পা রাখেন ক্যারিবিয়ানদের দুই সদস্যের সেই প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সেই সদস্য হলেন আইসিসি ও উইন্ডিজের মেডিকেল দলের সদস্য আকশাই মানসিং এবং উইন্ডিজের সিকিউরিটি ও সেফটি ম্যানেজার পল স্লোওয়ে।
[৪] দেশের করোনা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠিয়েছে ক্যারিবিয়ান বোর্ড। এই প্রতিনিধি দল শুধুমাত্র ঢাকাতেই থাকবে না, চট্টগ্রামেও যাবে। কারণ সিরিজটির জন্য মিরপুরের শের-ই বাংলা ও সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামকে বেঁছে নেওয়া হয়েছে। পর্যবেক্ষণ শেষে আগামী ৩ ডিসেম্বর ফিরে যাবেন নিজ দেশে।- বিসিবি