নিজস্ব প্রতিবেদক: [২] করোনাভাইরাস থেকে সুরক্ষায় দৈনিক আমাদের নতুন সময়ের কর্মীদের জন্য মাস্ক দিয়েছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড।
[৩] বৃহস্পতিবার বিকেলে মাস্কগুলো রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আমাদের নতুন সময়ের কার্যালয়ে পৌঁছে দেন গ্রামীণ ডিস্ট্রিবিউশনের হেড অব ডিস্ট্রিবিশন অজয় চৌধুরী স্বপন। এরপর সম্পাদক নাসিমা খান মন্টির কাছে মাস্কগুলো হস্তান্তর করেন পত্রিকাটির ভাষা ও বার্তা সম্পাদক
সমর চক্রবর্তী ।
[৪] অজয় চৌধুরী স্বপন বলেন, মাস্কগুলো আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব তৈরি। এগুলো ভালোভাবে ধুয়ে আবার ব্যবহার করা সম্ভব। করোনাকালীন গণমাধ্যম কর্মীদের ভ‚মিকা অনেক। তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইতোমধ্যে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সংবাদকর্মীদের করোনা থেকে নিরাপদ রাখতে মাস্ক বিতরণ আমাদের প্রতিষ্ঠানের ক্ষুদ্র প্রয়াসের অংশ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব