শিরোনাম
◈ ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি ১০ নভেম্বর পর্যন্ত ◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধীরা বাঙালি সংস্কৃতি রুখতে চায়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

এইচ এম শাহনেওয়াজ: [২] জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধীরা আমাদের দেশের সংস্কৃতি রুখতে চায়। আর মৌলবাদী জঙ্গিরা ভয় দেখিয়ে দেশের কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে পারবে না। ইতিমধ্যে আমরা কঠোর ভাবে দেশের অভ্যন্তরে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছি বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

[৩] বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটার ১৬ তম লোকনাট্য উৎসবের প্রস্তুতিমূলক সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন। প্রতিমন্ত্রী সাংস্কৃতিক নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এখন থেকে সারা দেশে স্বাস্থ্য বিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যান।

[৪] আপনাদের অনুষ্ঠানে কেউ বাধা দিতে আসবে না। আইন শৃংখলার লোকজন উপর মহলের অযুহাতে যেন কোনো অনুষ্ঠানে বাধা না দেয় সেজন্য আমি ইতিমধ্যে দেশের সকল জেলা প্রশাসকদের চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি।

[৫] পুঠিয়া থিয়েটারের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতি মন্ডলীর সদস্য কাজি সাঈদ হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন (পুঠিয়া-দুর্গাপুর) সাংসদ ডাঃ মনসুর রহমান, মহিলা সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী) আদিবা আনজুম মিতা, রাজশাহী জেলা এডিসি (শিক্ষা) কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ প্রমূখ।

[৬] প্রস্তুতিমূলক সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলা অডিটরিয়াম হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এর আগে বিকেলে মন্ত্রী ঐতিহ্যবাহী পুঠিয়া রাজপরগণার কারুকার্য সম্বলিত প্রত্নত্ত্বাতিক বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন। এ সময় তিনি পরগণার মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়