শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধীরা বাঙালি সংস্কৃতি রুখতে চায়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

এইচ এম শাহনেওয়াজ: [২] জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধীরা আমাদের দেশের সংস্কৃতি রুখতে চায়। আর মৌলবাদী জঙ্গিরা ভয় দেখিয়ে দেশের কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে পারবে না। ইতিমধ্যে আমরা কঠোর ভাবে দেশের অভ্যন্তরে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছি বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

[৩] বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটার ১৬ তম লোকনাট্য উৎসবের প্রস্তুতিমূলক সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন। প্রতিমন্ত্রী সাংস্কৃতিক নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এখন থেকে সারা দেশে স্বাস্থ্য বিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যান।

[৪] আপনাদের অনুষ্ঠানে কেউ বাধা দিতে আসবে না। আইন শৃংখলার লোকজন উপর মহলের অযুহাতে যেন কোনো অনুষ্ঠানে বাধা না দেয় সেজন্য আমি ইতিমধ্যে দেশের সকল জেলা প্রশাসকদের চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি।

[৫] পুঠিয়া থিয়েটারের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতি মন্ডলীর সদস্য কাজি সাঈদ হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন (পুঠিয়া-দুর্গাপুর) সাংসদ ডাঃ মনসুর রহমান, মহিলা সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী) আদিবা আনজুম মিতা, রাজশাহী জেলা এডিসি (শিক্ষা) কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ প্রমূখ।

[৬] প্রস্তুতিমূলক সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলা অডিটরিয়াম হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এর আগে বিকেলে মন্ত্রী ঐতিহ্যবাহী পুঠিয়া রাজপরগণার কারুকার্য সম্বলিত প্রত্নত্ত্বাতিক বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন। এ সময় তিনি পরগণার মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়