সোহেল হোসেন: [২] বুধবার ( ২৫ নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আশরাফুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
[৩] ইউএনও আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার ফুকুরহাটি গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে গেলে ভেজাল দুধ তৈরির সত্যতা পাওয়া যায়। রাজ্জাক নিজ বাড়িতে গোপনীয়তার সাথে পানি ও এরারুড পাওডার মিশিয়ে দুধ তৈরি করে তা বাজারজাত করতো।
[৪] এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া তার তৈরি করা ভেজাল দুধ ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ