শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে প্রতিপক্ষের আঘাতে রিক্সাচালক নিহত

সাইফুল আরিফ: [২] নেত্রকোনার মোহনগঞ্জে বাইসাইকেল নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের অতর্কিত হামলায় কামরুল ইসলাম (২৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন ।

[৩] আহতরা হলেন, শাহীন মিয়া (১৬) হেলিম মিয়া (২৮) মনিরুল (৩৫) ও ওয়াকিব (১৬)। নিহত কামরুল উপজেলার সিয়াধার গ্রামের মৃত. নিজাম উদ্দিনের ছেলে। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। এদের মধ্যে শাহীন মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে ময়মানসিংহ থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

[৪] মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় কামরুলের মৃত্যু হয়। এর আগে রবিবার খুরশিমূল বাজারে বাইসাইকেল নিয়ে ঘটনার সূত্রপাত পায়।

[৫] সিয়াধার গ্রামের প্রত্যক্ষদর্শী রহুল আমিন ও মোশারফ হোসনে বলেন, এদিন শিয়াধার গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ওয়াকিব ও রামপাশা গ্রামের শফিকুল ইসলাম ছবি’র মধ্যে বাইসাইকেল নিয়ে দ্বন্দ¦ হলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাজারে কয়েকটি দোকানেও হামলা চালানো হয়।এতে শাহীন মিয়া, হেলিম মিয়া ও ওয়াকিব আহত হয়।

[৬] পরদিন সোমবার সকালে সিয়াধার গ্রামের কামরুল ইসলাম রিক্সা নিয়ে বের হলে তার ওপর অতর্কিত হামলা চালায় অপর পক্ষের রামপাশা গ্রামের শফিকুল ইসলাম ছবি’র নেতৃত্বে সাকি, সমেশ, রোপা, আহাদ, ফজর রহমানসহ ওই গ্রামের একদল লোক। এতে কামরুল ও মনিরুল আহত হয়। অবস্থা গুরুতর হওয়ায় কামরুলকে ময়মনসিংহ মেডিকেলে পাঠালে মঙ্গলবার তার মৃত্যু হয়।

[৭] মোহনগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানান, এ ঘটনায় সোমবার রাতে সিয়াধার গ্রামের রুকন উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলাটিই এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে। ঘটনায় জড়িতদের প্রেপ্তার করার চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়