আনিস তপন: [২] মঙ্গলবার মন্ত্রিসভায় এক বা একাধিক নতুন মুখ শপথ নিতে পারেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। নিশ্চিত হওয়া গেছে ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন জামালপুর-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় এমপি মো. ফরিদুল হক খান দুলাল।
[৩] আজ বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ নেয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিতে রাষ্ট্রপতির দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আরো দুটি সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
[৪] ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি আরো দু’একটি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী/প্রতিমন্ত্রী যোগ হতে পারেন।
[৫] সেই সঙ্গে দুই থেকে তিনটি মন্ত্রণালয়ে সীমিত আকারে রদবদলও হতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব