শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: [২] জেলার শেরপুরে রোববার দুপুরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর পরেই পুলিশ কিশোর আব্দুল আলিমকে (১২) গ্রেপ্তার করে। আব্দুল আলিম উপজেলার বনমরিচা পশ্চিম পাড়া গ্রামের দুলাল আকন্দের ছেলে।

[৩] এজাহার সূত্রে জানা যায়, উপজেলা বনমরিচা পশ্চিম পাড়া গ্রামের ভুক্তভোগী শিশুর মা চাউলকলে কাজ করেন। শিশু বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে থাকতো, গত শনিবার প্রতিদিনের ন্যায় শিশুকে বাড়িতে রেখে মা চাউল কলে কাজ করতে গেলে দুপুরে ঘাস কাটার কথা বলে শিশুটিকে বাড়ি থেকে বের করে মাঠে নিয়ে যায় কিশোর আব্দুল আলীম। মাঠে নেওয়ার পর শিশুটিকে জোড় করে ধর্ষণ করে।

[৪] এ সময় শিশু কান্নাকাটি ও চেচামেচি কররে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তখন কিশোর আব্দুল আলীম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

[৫] শেরপুর থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। আব্দুল আলীমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়