শিরোনাম
◈ রাজধানীতে ককটেল তৈরির গোপন ঘাঁটি আটক, পুলিশ বলছে টার্গেট ছিল ১৭ নভেম্বর ◈ নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার দল ◈ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি ◈ বাংলাদেশকে বিধস্ত ক‌রে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান ◈ রাতে আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনার লড়াই, প্রতিপক্ষ অ্যাঙ্গোলা ◈ সব ব্যাংককে সতর্কতা: প্রার্থীর ঋণ-তথ্য সঠিকভাবে সিআইবিতে হালনাগাদ করতে হবে ◈ যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টোয়েন্টিতে আরও ভারতীয় ক্রিকেটার চান গ্রা‌য়েম স্মিথ  ◈ ৪৮ ঘণ্টার মধ্যে ২ দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের ◈ নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে যাত্রীবাহী দুই বাসে মুখামুখি সংঘর্ষ নিহত ১, আহত ১

রাসেল হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুই বাসে মুখামুখি সংঘর্ষে ঘটনা স্থলে কবিতা সরকার (৩০) এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় কেয়াম উদ্দিন (৪০) নামে এক জন আহত হয়েছে।

[৩] রোবাবর (২২ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে কালামপুরে বিসিক শিল্প নগরীর পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।

[৪] নিহত কবিতা সরকার (৩০) ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী।

[৫] পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সৌদিয়া পরিবহনের একটি বাস কালাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধামরাই গুলিস্তানের বাসের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হলে সৌদিয়া পরিবহনের বাসটি সড়কের পাশে উল্টে পরে যায়।এতে ঘটনা স্থলে এক নারী যাত্রী নিহত হয় এবং একজন পুরুষ আহত হয়। আহত ব্যাক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

[৬] এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনা স্থলে গিয়ে কবিতা সরকার নামে এক নারী নিহত ও কেয়াম উদ্দিন নামে আহত ব্যাক্তিকে উদ্ধার করি। আহত ব্যাক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি। নিহত মহিলার পরিচয় এখনো পাওয়া যায়নি। স্বজনরা আসলে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এঘটনায় দুই বাসা আটক করা হয়েছে। তবে চালক কাউকে আটক করা যায়নি।এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়