শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাভি বললেন, ডি ইয়ং বার্সেলোনায় নতুন যুগের সৃষ্টি করবে

স্পোর্টস ডেস্ক : [২] জাভি এক সময়ে বার্সেলোনার মাঝ মাঠের কাণ্ডারি ছিলেন। তবে সময়ের আবর্তে বার্সা ছেড়েছেন জাভি ও ইনিয়েস্তা। বুসকেতসও প্রায় ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছেন। বার্সেলোনার মাঝ মাঠের দায়িত্ব এখন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, পেদ্রিদের মতো তরুণদের হাতে। আর ডি ইয়ংয়ের খেলা দেখে খুবই মুগ্ধ জাভি। বার্সেলোনায় তিনি নতুন যুগ সৃষ্টি করতে পারবেন মনে করেন এ স্প্যানিশ তারকা।

[৩] আয়াক্স থেকে গত মৌসুমের শুরুতে বার্সেলোনায় যোগ দেন ডি ইয়ং। অভিষেক মৌসুমটা অবশ্য খুব ভালো কাটেনি। বার্সাকে থাকতে হয়েছে শিরোপাশূন্য। তবে ব্যক্তিগত নৈপুণ্য ধারাবাহিকভাবেই দেখিয়েছেন ডি ইয়ং। যদিও আয়াক্সের থাকাকালীন সময়েই তার খেলা দেখে মুগ্ধ জাভি। বার্সেলোনায় যোগ দেওয়ার তাই ভীষণ উচ্ছ¡সিত ছিলেন এ সাবেক বার্সা তারকা।

[৪] সম্প্রতি কাতার ২০২২ ইনস্টাগ্রামে ডি ইয়ং প্রসঙ্গে জাভি বলেন, যখন বার্সেলোনা ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে সাক্ষর করে, এটা আমাকে আনন্দিত করেছিল। আমি ইনস্টাগ্রামে তাকে শুভকামনা জানাই। সেও খুব ভাল প্রতিক্রিয়া জানিয়েছিল, ধন্যবাদ, এটি একটি সম্মান। আমি তাকে এমন একজন ফুটবলার হিসাবে বিবেচনা করি যে বার্সেলোনায় একটি নতুন যুগ সৃষ্টি করতে পারবে।

[৫] অনেকেই অবশ্য ডি ইয়ংয়ের মধ্যে জাভি ও ইনিয়েস্তার ছায়া দেখতে পাচ্ছেন। জাভি এমনটা মানতে নারাজ। তাকে সম্পূর্ণ ভিন্ন ধরণের খেলোয়াড় বললেন এ স্প্যানিশ, ফ্র্যাঙ্কি ডি ইয়ং হলো ফ্র্যাঙ্কি ডি ইয়ং। ইনিয়েস্তা কিংবা আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। এমনকি বুসকেতসের সঙ্গেও নেই। সে একেবারেই আলাদা। - মার্কা/ ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়