শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেলেন শহিদুল আলমসহ চার সাংবাদিক

ডেস্ক রিপোর্ট: দেশের বিখ্যাত আলোকচিত্রী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী শহিদুল আলম ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড ২০২০- এ ভূষিত হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতে অকুতোভয় সাংবাদিকতার জন্য তিনি পুরস্কারটি পান। তার সঙ্গে পুরস্কৃত হয়েছেন ইরান, নাইজেরিয়া ও রাশিয়ার আরও তিন সাংবাদিক।  বিজনেস স্ট্যান্ডার্ড

পুরস্কারটি দিয়েছে বিশ্বব্যাপী মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করা- দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। ১৯ নভেম্বর নিউইয়র্ক সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় শুক্রবার ২০ নভেম্বর সকাল ৭টা) বাংলাদেশের শহিদুল আলম, ইরানের মোহাম্মদ সায়েদ, নাইজেরিয়ার দাপো ওলোরুনিওমি ও রাশিয়ার স্ভেৎলানা প্রোকোপেভা যৌথভাবে পুরস্কারটি পান।

এই উপলক্ষে শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে সিপিজে। আয়োজনের প্রতিপাদ্য 'সাংবাদিকতা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ এবং সংবাদকর্মীর প্রতি সহমর্মিতা অন্য যেকোনো সময়ের চাইতে বেশি দরকারি।'

পদকপ্রাপ্ত শহিদুল আলম দেশের বিখ্যাত মাল্টিমিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান- পাঠশালা মিডিয়া ইনস্টিটিউড এবং দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা। তার অনেক ছাত্র দেশ-বিদেশে স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

অনেকেই তাদের শিল্পকাজের জন্য পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি।

২০১৮ সালে নিরাপদ সড়ক নিয়ে ছাত্র আন্দোলন চলাকালে আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দেন শহিদুল। এরপরেই তাকে মিথ্যে প্রচারণা চালানোর দায়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এনিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে সরকার। তার মুক্তির দাবিতে বিবৃতি দেন নোয়াম চমস্কি, অরুন্ধতী রায়সহ অনেক প্রখ্যাত বুদ্ধিজীবী।

কারামুক্তি পাওয়ার পর আল জাজিরাকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শহিদুল জানান, নাগরিক কর্তব্য পালনে তিনি সাংবাদিকতাকে একটি উপযুক্ত মাধ্যম বলেই মনে করেন। সেই উপলদ্ধি থেকেই তিনি সত্য প্রকাশে কাজ করে চলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়