শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলী রীয়াজ: প্রসঙ্গ ‘পাশ্চাত্যের ফ্রি সেক্সের দেশগুলোর সঙ্গে আমাদের কৃষ্টি-সংস্কৃতির তুলনা করলে তো হবে না’

আলী রীয়াজ : ইংরেজি ভাষায় ব্যবহৃত ‘ডিসগাস্টিং’ শব্দটার একটা বাংলা খুঁজছি, অভিধানে যেসব শব্দ আছে সেগুলো যথেষ্ট মনে হচ্ছে না; ‘অবনক্সাস’ শব্দের বাংলাও দেখেছি, তাতে ঠিক যা বলতে চাইছি তা বোঝা যাবে বলে মনে হয় না। অশ্লীল বললে মনে হয় বিষয়টি হালকা করে দিলাম। কেন খুঁজছি? খুঁজছি একটি সাক্ষাৎকার পড়ে আমার প্রতিক্রিয়া জানাতে।

বাংলাদেশের আইনপ্রণেতা বলে পরিচিত একজন ডেইলি স্টারের বাংলা সংস্করণে একটা সাক্ষাৎকার দিয়েছেন। একবিংশ শতাব্দীতে এরকম অশোভন কথা ঠাণ্ডা মাথায় ভেবে চিন্তে কেউ এতোক্ষণ ধরে এক নাগাড়ে বলে যেতে পারেন, তা এই সাক্ষাৎকার না পড়লে বিশ^াস হতো না।

সংসদের অভ্যন্তরে যা বলেছেন তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন এই ব্যক্তি। নাম ধরে আর নাই বললাম। মানুষের ভেতরে অজ্ঞতার অন্ধকার কতোটা গভীর হতে পারে এ হচ্ছে তার প্রমাণ। অন্য কথা বাদ দিলাম সেগুলো এখানে আবার লিখতে রুচিতে বাধছে। একটা কথা উদ্ধৃত করি, ‘পাশ্চাত্যের ফ্রি সেক্সের দেশগুলোর সঙ্গে আমাদের কৃষ্টি-সংস্কৃতির তুলনা করলে তো হবে না’।

‘পাশ্চাত্যের ফ্রি সেক্সের দেশ’ কোথায় সেই প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক তুলেছিলেন তার উত্তরে জানা গেলো এই ‘ভদ্রলোক’ পৃথিবীর দুটি দেশে গেছেন, ‘স্পেনে গিয়েছি, ফ্রান্সে গিয়েছি’। তাও একা নন, ‘আমরা’ তা এই ‘আমরা’ কারা? পাশ্চাত্যে থাকার সামান্য অভিজ্ঞতা থেকে হয়তো বলতে পারতামÑ কোথায় যান ‘আপনারা’, কিন্তু তার দরকার হবে বলে মনে হয় না। তার একটা কথা এই রকমÑ ‘মা- বোনেরা যখন উন্মুক্ত পরিবেশে চলাফেরা করেন, তখন কু-দৃষ্টিসম্পন্ন মানুষ এটাকে খারাপভাবে নেন’। এতোদিন ‘কু-দৃষ্টিসম্পন্ন মানুষ’ কথাটার সঙ্গে কোনো অবয়ব মেলাতে একটু দ্বিধা হতোÑ কে জানে ভুল হলো কিনা, এখন থেকে হবে না, এখন থেকে একদম হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়