শিরোনাম
◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিস আলমগীর: আমাদের সোসাইটি এতো দ্রুত মৌলবাদী মানসিকতায় আচ্ছন্ন হচ্ছে কেন?

আনিস আলমগীর : দুই দশকে বাংলাদেশে যে হারে মুসলিম মৌলবাদীরা জঙ্গি রূপে আত্মপ্রকাশ করেছে, হলি আর্টিজান ঘটাচ্ছে, গলা কেটে ভিন্ন মতের মানুষদের হত্যা করছে, কুপিয়ে মারছে সেই মাত্রায় না হলেও হিন্দু মৌলবাদও জোরেশোরে মাথাছাড়া দিয়ে উঠেছে।

বাংলাদেশি হিন্দু মৌলবাদীরাও হিংস্রতা নিয়ে রাস্তায় শক্তি প্রদর্শন করছে। চিহ্নিত কিছু হিন্দু মৌলবাদীর প্ররোচনায়। সোশ্যাল মিডিয়ায় মুসলিম মৌলবাদীরা যে রকম নানা গোষ্ঠী, নানা পেজ খুলে অন্য ধর্মের প্রতি, নিজের ধর্মের ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, তেমনি হিন্দু মৌলবাদীরাও একই কাজ করছে।

বাংলাদেশি মুসলিম মৌলবাদীরা কথায় কথায় পাকিস্তানের উদাহরণ দেয়, যেমন : সাকিব আল হাসানকে ফেসবুক লাইভে এসে সিলেটের যে লোকটি দা দিয়ে কেটে টুকরো টুকরো করার কথা বলেছে সে লোকটি সাকিবকে পাকিস্তানি ক্রিকেটারদের মতো আচরণ করতে পরামর্শ দিয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি হিন্দু মৌলবাদীরা বেশিরভাগ ক্ষেত্রেই অনুপ্রাণিত কলকাতার হিন্দু মৌলবাদীদের দিয়ে।

এরা যৌথভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ চালাচ্ছে, পেজ চালাচ্ছে। যেখানে বাংলাদেশ বিরোধী প্রচারণা তো আছেই, আছে হিন্দু নির্যাতনের মিথ্যা অনেকগুলো অভিযোগ। ‘ইন্ডিয়া বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ তেমন একটি। প্রাসঙ্গিক প্রশ্ন আসছে আমাদের সোসাইটি এতো দ্রুত মৌলবাদী মানসিকতায় আচ্ছন্ন হচ্ছে কেন? এ নিয়ে আরেক দিন বলবো আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়