শিরোনাম
◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় দল নিয়ে এখন ভাবছি না আশরাফুল

রাহুল রাজ : [২] দিন যত যাচ্ছে, ততই এগিয়ে আসছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট। শেষ মূহুর্তের প্রস্তুতি সারছে দলগুলো। প্রস্তুতি সেরেছে মিনিস্টার গ্রুপ রাজশাহীও। এই দলের হয়ে এবার টুর্নামেন্ট মাতাবেন মোহাম্মদ আশরাফুল।

[৩] একটা সময় জাতীয় দলে নিয়মিত খেলতেন এই তারকা। দেশের সবচেয়ে প্রতিভাবান ধরা হয়ে অ্যাশকে। কিন্তু, এই তারকা পা বাড়িয়েছিলেন ভুল পথে। তবে সবকিছুকে পেছনে ফেলে আবারও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টায় তিনি।

[৪] আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে দলের হয়ে পারফর্ম করাই লক্ষ্য আশরাফুলের। নিজেকে এমনভাবে তৈরি করেছেন গেল কয়েকমাস ধরে যেন, প্রথম ম্যাচ থেকেই খেলে যেতে পারেন। জাতীয় দলে ঢোকার চিন্তা আপাতত দূরে সরিয়েই রাখছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

[৫] ১৯ নভেম্বর বৃহস্পতিবার মুঠোফোনে আশরাফুল বলেন, ‘আসলে সেভাবে চিন্তা করছি না বাংলাদেশ দল নিয়ে। আমার চিন্তা শুধু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নিয়ে। খুব রোমাঞ্চিত এখানে খেলার ব্যাপারে। গত আড়াই থেকে তিন মাস ধরে আমি অনুশীলন করছি। যখনই খেলা হবে সেখানে যেন প্রথম ম্যাচ থেকেই আমি প্রস্তুত থাকি।’

[৬] আশরাফুল আরও বলেন, ‘গত ৮ মাস ধরে আমি আমার ফিটনেস নিয়েও খুব সচেতন। আগেও ছিলাম কিন্তু, এতটা যে করতে পারবো এই বিশ্বাস টা ছিল না আমার মাঝে। আসলে আমি ফোকাস করছি এই টুর্নামেন্টকেই। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আর জাতীয় দল সবারই স্বপ্ন থাকে। এটা পরের ধাপ, আগে সামনে যে প্রক্রিয়া আছে সেটা নিয়ে চিন্তা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়