শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় দল নিয়ে এখন ভাবছি না আশরাফুল

রাহুল রাজ : [২] দিন যত যাচ্ছে, ততই এগিয়ে আসছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট। শেষ মূহুর্তের প্রস্তুতি সারছে দলগুলো। প্রস্তুতি সেরেছে মিনিস্টার গ্রুপ রাজশাহীও। এই দলের হয়ে এবার টুর্নামেন্ট মাতাবেন মোহাম্মদ আশরাফুল।

[৩] একটা সময় জাতীয় দলে নিয়মিত খেলতেন এই তারকা। দেশের সবচেয়ে প্রতিভাবান ধরা হয়ে অ্যাশকে। কিন্তু, এই তারকা পা বাড়িয়েছিলেন ভুল পথে। তবে সবকিছুকে পেছনে ফেলে আবারও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টায় তিনি।

[৪] আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে দলের হয়ে পারফর্ম করাই লক্ষ্য আশরাফুলের। নিজেকে এমনভাবে তৈরি করেছেন গেল কয়েকমাস ধরে যেন, প্রথম ম্যাচ থেকেই খেলে যেতে পারেন। জাতীয় দলে ঢোকার চিন্তা আপাতত দূরে সরিয়েই রাখছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

[৫] ১৯ নভেম্বর বৃহস্পতিবার মুঠোফোনে আশরাফুল বলেন, ‘আসলে সেভাবে চিন্তা করছি না বাংলাদেশ দল নিয়ে। আমার চিন্তা শুধু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নিয়ে। খুব রোমাঞ্চিত এখানে খেলার ব্যাপারে। গত আড়াই থেকে তিন মাস ধরে আমি অনুশীলন করছি। যখনই খেলা হবে সেখানে যেন প্রথম ম্যাচ থেকেই আমি প্রস্তুত থাকি।’

[৬] আশরাফুল আরও বলেন, ‘গত ৮ মাস ধরে আমি আমার ফিটনেস নিয়েও খুব সচেতন। আগেও ছিলাম কিন্তু, এতটা যে করতে পারবো এই বিশ্বাস টা ছিল না আমার মাঝে। আসলে আমি ফোকাস করছি এই টুর্নামেন্টকেই। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আর জাতীয় দল সবারই স্বপ্ন থাকে। এটা পরের ধাপ, আগে সামনে যে প্রক্রিয়া আছে সেটা নিয়ে চিন্তা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়