শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় দল নিয়ে এখন ভাবছি না আশরাফুল

রাহুল রাজ : [২] দিন যত যাচ্ছে, ততই এগিয়ে আসছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট। শেষ মূহুর্তের প্রস্তুতি সারছে দলগুলো। প্রস্তুতি সেরেছে মিনিস্টার গ্রুপ রাজশাহীও। এই দলের হয়ে এবার টুর্নামেন্ট মাতাবেন মোহাম্মদ আশরাফুল।

[৩] একটা সময় জাতীয় দলে নিয়মিত খেলতেন এই তারকা। দেশের সবচেয়ে প্রতিভাবান ধরা হয়ে অ্যাশকে। কিন্তু, এই তারকা পা বাড়িয়েছিলেন ভুল পথে। তবে সবকিছুকে পেছনে ফেলে আবারও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টায় তিনি।

[৪] আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে দলের হয়ে পারফর্ম করাই লক্ষ্য আশরাফুলের। নিজেকে এমনভাবে তৈরি করেছেন গেল কয়েকমাস ধরে যেন, প্রথম ম্যাচ থেকেই খেলে যেতে পারেন। জাতীয় দলে ঢোকার চিন্তা আপাতত দূরে সরিয়েই রাখছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

[৫] ১৯ নভেম্বর বৃহস্পতিবার মুঠোফোনে আশরাফুল বলেন, ‘আসলে সেভাবে চিন্তা করছি না বাংলাদেশ দল নিয়ে। আমার চিন্তা শুধু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নিয়ে। খুব রোমাঞ্চিত এখানে খেলার ব্যাপারে। গত আড়াই থেকে তিন মাস ধরে আমি অনুশীলন করছি। যখনই খেলা হবে সেখানে যেন প্রথম ম্যাচ থেকেই আমি প্রস্তুত থাকি।’

[৬] আশরাফুল আরও বলেন, ‘গত ৮ মাস ধরে আমি আমার ফিটনেস নিয়েও খুব সচেতন। আগেও ছিলাম কিন্তু, এতটা যে করতে পারবো এই বিশ্বাস টা ছিল না আমার মাঝে। আসলে আমি ফোকাস করছি এই টুর্নামেন্টকেই। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আর জাতীয় দল সবারই স্বপ্ন থাকে। এটা পরের ধাপ, আগে সামনে যে প্রক্রিয়া আছে সেটা নিয়ে চিন্তা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়