খাদেমুল মোরসালিন: [২] নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করা হয়।
[২] বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন,কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. আবুল কালাম বারী পাইলট। ফায়ার সার্ভিসের অফিস চত্বরে ফায়ার সার্ভিসের শারীরিক কসরত পরিদর্শন ও পতাকা উত্তোলন করেন কিশোরগঞ্জ পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম ও কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল।
[৩] পরে ষ্টেশন অফিসার মাধব চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ও জাতীয় পার্টি নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু প্রমূখ। সম্পাদনা: সাদেক আলী