শিরোনাম
◈ ট্রাইব্যুনাল এলাকায় উত্তেজনা এড়াতে কড়া নিরাপত্তা ◈ পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ: ট্রাকে আগুন ও যান চলাচল বন্ধ ◈ বরিশালের উজিরপুরে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে আগুন ◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে ফরিদপুরে প্রকাশ্যে মাদ্রাসা ভাংচুরের ঘটনায় মামলা

হারুন-অর-রশীদ : [২] অবশেষে ফরিদপুরের সালথায় প্রকাশ্যে আহলে হাদিস মতাদর্শের একটি মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. নুরুল আলম বাদী হয়ে বুধবার (১৮ নভেম্বর) রাতেই সালথা থানায় এ মামলাটি দায়ের করেন। এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সারাদেশে আলোচিত হয়।

[৩] মামলার বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ সাংবাদিকদের বলেন, আহলে হাসিদ মতাদর্শের মাদ্রাসা ভাংচুরের ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭-৮ শ’ লোককে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারের লক্ষে অভিযান চলছে।

[৪] নগরকান্দার সার্কেলের সিনিয়র এএসপি এএফএম মহিউদ্দিন বলেন, বিষয়টি খুব সেনসেটিভ। তাই এ ঘটনা খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

[৫] উল্লেখ্য,ফরিদপুরের সালথা উপজেলায় প্রকাশ্যে দিবালকে আহলে হাদিস মতাদর্শের একটি মাদ্রাসা ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার ভাওয়াল ইউনিয়নের ডাঙ্গা কামদিয়া গ্রামে প্রায় ২ বছর আগে এই মাদ্রাসা তৈরি করে আহলে হাদিস মতবাদে বিশ্বাসীগণ।

[৬] সালথা থানা উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে উত্তেজিত জনতা বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এই মাদ্রাসা ভাংচুর করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়