শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তানের থেকেও খারাপ! ভারতীয় অর্থনীতির দুরবস্থায় উদ্বিগ্ন সাবেক অর্থনৈতিক উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস ভারতীয় অর্থনীতির উপরে খুব খারাপ প্রভাব ফেলেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে অর্থনৈতিক বৃদ্ধির হার কমতে কমতে নেগেটিভে চলে গিয়েছে। আপাতত বৃদ্ধির হার নেগেটিভ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে অধিকাংশ এজেন্সি। ভারতীয় অর্থনীতির এই জরাজীর্ণ অবস্থা প্রবলভাবে নাড়া দিয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ্ তথা কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক বসুকে। বুধবার সকালে ট্যুইট করে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বিগত মনমোহন সিং জমানায় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদে ছিলেন কৌশিক বসু। এছাড়া বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদের দায়িত্বও পালন করেছেন তিনি। স্বভাবতই তাঁর এই ট্যুইট ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে।

ট্যুইটে কী লিখেছেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ?

এই দিনের ট্যুইটে একটি পরিসংখ্যানের তালিকা শেয়ার করেছেন কৌশিক বসু। সেই সঙ্গে তিনি লিখেছেন, দেশের ভালোর জন্য এই পরিসংখ্যানের উপরে আমাদের নজর দেওয়া প্রয়োজন। এটি এশিয়ায় অর্থনৈতিক বৃদ্ধি এবং কোভিডের সাম্প্রতিকতম তথ্য। কোভিড নিয়ন্ত্রণের জন্য ভারতের অর্থনীতি শ্লথ হয়েছে, উপরের এই পরিসংখ্যান থেকে অন্তত একথা বলা যায় না। এমন পরিস্থিতির আগে হয়তো খুবই কম দেখেছি। এই বাস্তব সত্য আমাদের স্বীকার করে নিতে হবে এবং সেই অনুসারে নীতিগত সংশোধন প্রয়োজন। গরিব মানুষের আর্থিক সহায়তা প্রয়োজন। তাঁদের কাছে এই সহায়তা পৌঁছে দিতে হবে।'

 

এশিয়ার পরিসংখ্যান পেশ

গত ১৭ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এশিয়ার বিভিন্ন দেশ ধরে ধরে অর্থনৈতিক বৃদ্ধির হার এবং কোভিড পরিস্থিতির তুলনামূলক বর্তমানে দৃশ্য তুলে ধরেছেন অর্থনীতিবিদ্ কৌশিক বসু। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুসারে, এই মুহূর্তে অর্থনৈতিক বৃদ্ধির নিরিখে শীর্ষে আছে বাংলাদেশ। চলতি বছরে শেখ হাসিনার দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৩.৮ শতাংশ। আর ১৪ দেশের এই তালিকায় একদম তলানিতে ভারত। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার শূন্যের অনেক নীচে; সংখ্যাটা -১০.৩ শতাংশ। তালিকায় বাংলাদেশ ছাড়া ভারতের উপরে আছে যথাক্রমে মায়ানমার, চিন, ভিয়েতনাম, ভুটান, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপিন্স।

 

সূত্র- এইসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়