শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের মতো ক্রিকেটার যে কোনো দলের জন্যই বড় ব্যাপার: রিয়াদ

নিজস্ব প্রতিবেদক: [২] খুলনা টাইটানসকে তিনবার নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। করোনার মহামারীতে বিপিএল হচ্ছে না, এই সুযোগে পাঁচ দল নিয়ে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে জেমকন খুলনার নেতৃত্বে দিতে দেখা যাবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে।

[৩] খুলনা টাইটানসে শিরোপা জিততে না পারলেও জেমকন খুলনার সাফল্য পাওয়ার দারুণ সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ।

[৪] কুড়ি ওভারের প্রতিযোগিতাটির পাঁচ দলের মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছে জেমকন খুলনাক। লক্ষ্য একটাই, দারুণ স্কোয়াড গড়ে শিরোপা জয়। মাহমুদউল্লাহ ছাড়াও দলে আছেন সাকিব আল হাসান। আর বিশ্বসেরা এই অলরাউন্ডারকে একসাথে পেয়ে উচ্ছ্বসিত রিয়াদ। - সময় টিভি

[৫] সাকিবকে দলে পাওয়ার ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন, আমরা এক দলে খেলব, আমার জন্যও একটু অবাক হওয়ার মতো ছিল। জাতীয় দলে অনেক বছর ধরেই একসঙ্গে খেলি, তবে সাধারণত ঘরোয়া ক্রিকেটে তো সাধারণত এরকম হয় না। অবশ্যই খুব ভালো লাগছে।

রিয়াত আরো বলেন, সাকিবের মতো একজন ক্রিকেটার থাকা যে কোনো দলের জন্যই বড় ব্যাপার। সাকিব সবসময়ই দারুণ পারফরমার, এখানেও পারফর্ম করবে সন্দেহ নেই। আশা করি আমাদের দলের তরুণরাও ওকে দেখে শিখতে পারবে।

জেমকন খুলনা : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়