শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন ইউনিট ও স্কোয়াড্রনকে পতাকা প্রদান করলেন বিমানবাহিনী প্রধান

ইসমাঈল ইমু : [২] বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার বিমান বাহিনী ঘাঁটি বাশার এর প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট এবং স্কোয়াড্রনকে বিমান বাহিনী পতাকা প্রদান করেন।

[৩] বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম। পতাকা প্রদানের এই অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান ঘাঁটি বাশার কর্তৃক আয়োজিত একটি মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিঞা।

[৪] আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তর এবং এর লজার ইউনিট সমূহকে নিরলসভাবে সকল প্রকার প্রশাসনিক, সরবরাহ ও রক্ষণাবেক্ষণ সহায়তা প্রদানের মাধ্যমে বিমান বাহিনীর কার্যক্রম বেগমান রাখার স্বীকৃতি স্বরূপ বিমান সদর দপ্তরকে (ইউনিট) এবং দেশের বিভিন্ন দুর্যোগে (ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, অগ্নি দূর্ঘটনা ইত্যাদি) অসামান্য অবদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেড় যুগ ধরে দেশের ভাবমুর্তি উজ্জ্বল রাখার স্বীকৃতি স্বরূপ ৩১ স্কোয়াড্রনকে বাংলাদেশ বিমান বাহিনী পতাকা প্রদান করেন।

[৫] একই সাথে বিভিন্ন ভিভিআইপিদের নিরাপত্তা প্রদান, বিমান বাহিনী সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা এবং বিমান বাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১ প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিটকে এবং বিমান বাহিনীর রিক্রুট প্রশিক্ষণ এবং গাড়ি চালকদের প্রশিক্ষণসহ বিমান বাহিনীর সদস্যদের বিভিন্ন রকম প্রশিক্ষণে অনবদ্য সহযোগীতার স্বীকৃতি স্বরূপ বিমান বাহিনী স্টেশন শমশের নগরকে বাংলাদেশ বিমান বাহিনী পতাকা প্রদান করেন। বিমান বাহিনী পতাকা হস্তান্তরের পর তিনি বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়