শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একই কর্মকর্তাকে দিয়ে দুর্নীতি মামলার অনুসন্ধান ও তদন্ত চালানোর বিষয়ে রায় ৮ ডিসেম্বর

নূর মোহাম্মদ: [২] একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামের ওই রিটের প্রেক্ষিতে জারি করা রুল শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করবেন।

[৩] ২০০৭ সালের ২৯ মার্চ করা বিধিমালায় বলা হয়, পৃথক কর্মকর্তা দিয়ে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হবে। কিন্তু এই বিধান সংশোধন করে একইবছরের ২৬ নভেম্বর পৃথক সার্কুলার জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশোধিত বিধিতে বলা হয়, একই কর্মকর্তা অথবা পৃথক কর্মকর্তা কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান চালাতে পারবেন এবং তার বিরুদ্ধে করা মামলায় তদন্তও করতে পারবেন। পরবর্তীতে সংশোধনী চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আবদুস সালাম।

[৪] সালাম দুদকে সম্পদের তথ্য দাখিল করেননি এ অভিযোগে রমনা মডেল থানায় ২০১৭ সালের ১৩ এপ্রিল মামলা করেন দুদকের উপপরিচালক মো. শামসুল আলম। তদন্ত শেষে গতবছর ১৮ সেপ্টেম্বর অভিযোগপত্রও দাখিল করেন তিনি। অভিযোগপত্রে আবদুস সালামের বিরুদ্ধে অবৈধভাবে ৩২ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

[৫] পরে ২০০৭ সালের সংশোধিত বিধি এবং তার বিরুদ্ধে করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আবদুস সালাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়