দেবদুলাল মুন্না:[২] এর বেশির ভাগই আইসিইউতে করোনার চিকিৎসা নিচ্ছিলেন। তাদেরকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। এ খবর বিবিসির। মারাত্মক আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর পিয়েট্রা নিয়েমটে সরকারি হাসপাতালটির আইসিইউ ইউনিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
[৩] বিবিসি জানায়, রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নিলু তাতারু স্থানীয় মিডিয়াকে বলেছেন, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে হয়। উদ্ধার করা কোভিড-১৯ রোগীদের ইয়াসি শহরে আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
[৪] বিবিসি জানায়, যে কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেখানে কমপক্ষে আটজন পুড়ে মারা গেছেন। দ্বিতীয় তলার এই কক্ষের পাশে অন্যরুমে আরো দু’জন নিহত হয়েছেন। সেখানে অক্সিজেনের উপস্থিতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, রোমানিয়ায় কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্য মারা গেছেন কমপক্ষে ৮ হাজার ৮১৩ জন। শুক্রবার শুধু একদিনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৮৯ জন। মারা গেছেন ১৭৪ জন। আইসিইউতে রয়েছেন ১১৪৯ জন।