বিশ্বজিৎ দত্ত: [২] যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন,ব্যাতিক্রমি শুভেচ্ছায় বলেছেন, কোভিড কালীন আলোর উৎসবকে আমি শ্রদ্ধা জানাচ্ছি।
[৩] বাংলাদেশে প্রায় ৩০ হাজার দিপান্বিতা কালী পূঁজা হয়। কোভিডে এই সংখ্যা কমেছে বলে জানিয়েছে পূঁজা উদযাপন পরিষদ। তবে ঘরে আলোক সজ্জার কোন কমতি ছিল না। সরাদেশেই আলোক সজ্জা হয়েছে।
[৪] ভারতের বানারসিতে সাড়ে ৬ লাখ প্রদীপ জ্বালিয়ে উদযাপন করা হয়েছে দীপাবলি উৎসব। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও সেদেশের হিন্দু ধর্মাবলম্বিদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসে স্স্ত্রীক রাজ ভবনে আলোক স্জ্জা করে ছবি টুইট করেছেন। প্রথমবারের মতো তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোক উৎসবের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজনদের। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেট সদস্য তুলসি গাবার্ড, দ্বিপাবলির উৎসবকে বলেছেন, অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে যাওয়ার উৎসব হিসাবে।
[৫] কার্তিক মাসের অমাবশ্যায় প্রাচীন এই লোক উৎসবটি অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বি ছাড়াও শিখ ও জৈন ধর্মের অনুসারিরাও এই উৎসবটি পালন করেন।