শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে অগ্নিকান্ড ও সহিংতার ঘটনায় নতুন করে আরো ৭ জন গ্রেপ্তার

এম কে আই জাবেদ: কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে গত রবিবারের একাদিক হিন্দু বাড়ীতে অগ্নিকান্ড ও সহিংসতার ঘটনায় বুধবার সকালে নতুন করে ৭ জনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এই ঘটনার দিন রবিবার সহিংসতার স্থল থেকে ৫ জনকে আটক করে দাঙ্গা সহিংতার অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম কমল। এ পর্যন্ত এই ঘটনায় ১২জন গ্রেপ্তার পূর্বক কারাগারে গেছেন।

বুধবার আটককৃত আসামীগণ হলেন কোরবানপুর জি এম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, পাক দেওরা গ্রামের আবু নাঈম, বিল্লাল হোসেন, ইকবাল হোসেন, খোশঘর গ্রামের আলী নূর, নসু মিয়া, খৈয়াখালী গ্রামের শাকিল মিয়া। আটকের বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, বুধবার সকালে এজহারায় নামীয় ৬ জন ও সন্দেহভাজ ১ জন মোট ৭ কে আটকের পর কুমিল্লা আদালতে সোপর্দ করা হলে মাননীয় বিচার তাদের সবাইকে কারাগারে প্রেরণ করেছেন।

ফেইসবুকে হযরত মোহাম্মদ (সাঃ) অবমাননাকর ফ্রান্স সরকারের উদ্যোগকে স্বাগত জানানো কে কেন্দ্র করে কুরাবানপুর গ্রামের স্থানীয় ইউপি চেয়ারম্যান বন কুমান শিবের বাড়ীসহ প্রায় ১০ ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ধর্মীয় সহিংসতার ঘটনায় এপর্যন্ত মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। এতে নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট আসামি করা হয়েছে ১১৮২জনকে।

পরিস্তিতি উন্নতি ও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকায় উপজেলার ৩নং আন্দিকুট ইউনিয়নের ১৪৪ ধারা প্রশাসনের পক্ষ থেকে তিন দিন পর প্রত্যাহার করা হয়েছে। তবে আন্দিকোট ও পূর্বধইর পূর্ব ইউনিয়নে এখনো অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে বলে জানিয়েছেন বাঙ্গরা বাজারর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়