নূর মোহাম্মদ : [২] সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তারাই নানা অনিয়ম-অসঙ্গতি তুলে ধরেন। যা আমাদের সরকার পরিচালনায় সহযোগিতা করে।
[৩] শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
[৪] ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।
[৫] এর আগে গত ২৫ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।