রেজাউল করিম: [২] শনিবার বাদ বিকালে থানা রোড়ে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে
এনায়েতপুর প্রেসক্লাব চত্ত্বরে বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন হাট খোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আলমগীর হোসেন।
[৩] এসময় বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্স মহানবী (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যে ধৃষ্টতা দেখিয়াছে তা বিশ্বের দুই’শ কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অসভ্য কর্মকান্ড বন্ধ করতে হবে এবং অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ক্ষমা চাইতে হবে।
[৪] অন্যথায় বিশ্বব্যাপী ফ্রান্স ও ম্যাক্রো সরকারকে মুসলিম দেশের শাসকদের বয়কট করার আহ্বান জানানো হয়।