এএইচ রাফি: [২] সভায় পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া কাজ করে যাবে। আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জন করছে। উন্নয়ন অব্যাহত রাখা এবং সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর সহযোগীতা ও সম্পৃক্ততা অত্যাবশ্যক।
[৩] শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন্স ড্রিল শিডে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মননা সভা অনুষ্ঠিত হয়।
[৪] উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ আলাউদ্দিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম সহ জেলা ও জেলার বিভিন্ন উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ।