ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার রাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকার মেরুল বাড্ডার নিজ বাসভনে ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের মৃত্যু হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিডিনিউজ২৪
সংরক্ষিত ৪৫ নারী সাংসদ নির্বাচিতসংরক্ষিত ৪৫ নারী সাংসদ নির্বাচিততার মেয়েজামাই মামুনুর রশীদ জানান, শুক্রবার সকাল ৮টায় ঢাকার মেরুল বাড্ডা মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে লাশ নিয়ে আসা হয় জন্মস্থান মুন্সীগঞ্জের গজারিয়ার ইসমানিরচর গ্রামে।
মামুনুর জানান, নিজের প্রতিষ্ঠিত ইসমানির চর উচ্চ বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাজা শেষে মরদেহ আনা হয় মুন্সীগঞ্জ জেলা সদরে। মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় নামাজে জানাজা হয়। এই সময় ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
তিনি আরও জানান, পরে মুন্সীগঞ্জ থেকে লাশ নিয়ে যাওয়া হয় ঢাকার বনানীর সামরিক কবরাস্থানে। বাদ আসর সামরিক কবরস্থান সংলগ্ন মসজিদে ৪র্থ নামাজে জানাজা শেষে বড় ছেলে মেজর মাহমুদুল হাসানের কবরের কাছাকাছি স্থানে তাকে চিরনিদ্রয় শায়িত করা হবে।
বিডিআর বিদ্রোহে তার বড় ছেলে মেজর মাহমুদুল হাসান মারা গিয়েছিলেন। আওয়ামী লীগের সংরক্ষিত সাবেক সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি মমতাজ বেগম মুন্সীগঞ্জ শহরের এভিজেএম সরকারি উচ্চ বালিকা বিদ্যায়লের সাবেক প্রধান শিক্ষক। তিনি মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসারের দায়িত্বও পালন করেছিলেন। জেলা শহরের কোটগাঁওয়ের বাসিন্দা মমতাজ এক ছেলে ও দুই মেয়েসহ বহু স্বজন-শুভানুধ্যায়ী রেখে গেছেন।