শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতগামী ফ্লাইটে যাত্রী সঙ্কট, বাড়বে কি না তা বোঝা যাবে কয়েকদিন পর

লাইজুল ইসলাম: [২] দীর্ঘ সাত মাস পর বুধবার ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে প্রথম দুদিনে যাত্রী সংখ্যা বেশ কম ছিল। ছোট আকৃতির প্লেন পাঠিয়েও ফ্লাইটগুলোর বেশির ভাগ আসনই ফাঁকা থাকছে।

[৩] সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতে যাত্রী বাড়বে কিনা সেটি আরও কয়েক দিন পর বোঝা যাবে। ভারতে বুধবার দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ছিল। তাদের ঢাকা-কলকাতা ফ্লাইটে যাত্রী ছিল ২৩ জন এবং ঢাকা-চেন্নাই ফ্লাইটের যাত্রী ছিল ৩২ জন। দুই রুটেই ৭৪ আসনের ড্যাশ-৮ পাঠানো হয়েছিল।

[৪] একদিন পর বৃহস্পতিবার থেকে চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ার বাবল ফ্লাইট। বিশেষ ব্যবস্থার এই ফ্লাইট বিকেল তিনটার দিকে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়। তবে দিল্লি রুটেও ড্যাশ-৮ উড়োজাহাজ পাঠায় বিমান। তাতেও যাত্রী পূর্ণ হয়নি। আসা-যাওয়া মিলিয়ে ৭০ জন যাত্রী চড়েছেন বিমানে।

[৫] বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, ঢাকা-দিল্লি ফ্লাইটে যাত্রী ছিল ৪২ জন। দিল্লি থেকে ফিরবেন ২৮ জন যাত্রী। এখনই বলা যাচ্ছে যাত্রী কেমন হবে। তবে পর্যটন খোলার আগে যাত্রী নাও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

[৬] এছাড়া ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই রুটে ইউএস বাংলার আরও একটি ফ্লাইট ছিল। এই ফ্লাইটেও যাত্রী সংখ্যা কম ছিল বলে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়