আব্দুল হান্নান: [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে আচরণ বিধি লংঘনের দায়ে আটক চার যুবককে বিভিন্ন মেয়াদে দন্ড দেয়া হয়েছে। জীবনগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহিদুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এ দন্ডাদেশ দেন।
[৩] দন্ডপ্রাপ্তরা হল-উপজেলার উলিপুর গ্রামের মৃত্যু আব্দুর রউফের ছেলে আবদুল বারী (৪০) ও একই গ্রামের মোজামের ছেলে ছুন্নু মিয়া (৩২), মহিমাগঞ্জের পার্থ সরকারের ছেলে পিয়াজ (২৮) ও উলিপুর মধ্যপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে শাহিনুরকে (৩০)।
[৪] কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ বেলাল হোসেন জানান,আটক চার যুবক ভ্রাম্যমান আদালতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায় স্বীকার করেন। পরে বিচারক নাহিদুর রহমান তাদের মধ্যে আব্দুল বারিকে ৫শ টাকা জরিমানা অনাদায়ে দুই দিন এবং অপর তিনজনের প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম দন্ডাদেশ দেন।
[৫] এদিকে, শালমারা ইউনিয়নের ১০টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯ টায় ভোটগ্রহর শুরু হয়। শেষ হয় বিকাল ৫ টায়। এরমধ্যে জীবনগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাখাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়,শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।, [৬] কলাকাটা হামচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারই কম। দুই চার মিনিট পর পর দুয়েকজন ভোটার এসে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন। কোন কোন কেন্দ্রে ভোটার না থাকায় পুলিং কর্মকর্তাদের বারান্দায় বসে সময় কাটাতে দেখা গেছে। সম্পাদনা: সাদেক আলী