শিরোনাম
◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি ◈ সরকারি সুবিধা একীভূত করতেই ফ্যামিলি ও ফার্মার কার্ড: তারেক রহমান (ভিডিও) ◈ উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল ◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না ◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির ◈ বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: সিভিল সার্ভিস সংস্কারের বহু উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে অটো চাপায় ছয় বছরের শিশু নিহত

দুর্গাপুর,প্রতিনিধি: [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ব্যাটারি চালিত অটো চাপায় এক ছয় বছরের শিশু নিহত ও আরেক শিশু গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া-শিবগঞ্জ সড়কের পৌর এলাকার খুজিউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

[৩] গুরুতর আহত সাইফুলকে (১২) মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চালক ভেন্নাকান্দা চৌরাস্তা এলাকার আ. কুদ্দুছের ছেলে মামুনকে (২০) অটো সহ আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

[৪] নিহত শিশু জুমান (৮) খুজিউড়া গ্রামের মোবারক মিয়ার ছেলে। নিহত শিশু খুজিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার পিতা ট্রলার (ইঞ্জিন চালিত এক ধরনের নৌকা) চালক। আর গুরুতর আহত সাইফুল উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শাহপুর কৃষ্টপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

[৫] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে দিকে পাঁচ যাত্রী নিয়ে গাঁওকান্দিয়া এলাকা থেকে ব্যাটারি চালিত অটোটি শিবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। গাঁওকান্দিয়া-শিবগঞ্জ রাস্তায় পৌর এলাকার খুজিউড়া নামক স্থানে অটোটি পৌঁছলে জুমান দৌঁড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অটোর নিচে চাপা পরে।

[৬] এসময় চালক কষে ব্র্যাক করলে অটোটি উল্টে যায়। এতে সাইফুল নামে এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা জুমান ও সাইফুলকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুমানকে মৃত ঘোষনা করেন। আর সাইফুলকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

[৭] দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুমানের মৃতদেহটি হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের বাবা ট্রলার চালককে খবর দেয়া হয়েছে। নিহতের পরিবারের সম্মতিতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৮] গুরুতর আহত সাইফুলের অবস্থা শঙ্কামুক্ত বলে জানতে পেরেছি। অটোসহ চালক মামুনকে আটক করা হয়েছে বলে তিনি জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়