শিরোনাম
◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে মামলার হাজিরা দিতে গিয়ে নব্য যুবলীগ নেতা কারাগারে

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে একাধিক মামলার আসামি নবযোগদানকৃত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল আকন মাদারীপুর আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। আসামি বাবুল আকন এর আগে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছেন। সোমবার (২৬ অষ্টোবর) দুপুরে থানা পুলিশ সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

[৩] মামলা ও পুলিশ সুত্রে জানাগেছে, গত বছর এসএসসি পরীক্ষা চলাকালীন সময় উপজেলার লক্ষীপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মো. তারেক মাহমুদ সরদার তার পরীক্ষা শেষে একা বাড়ি রওনা দেয়। পথিমধ্যে ওৎ পেতে থাকা আসামী বাবুল আকনের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে পরীক্ষার্থী তারেক মাহমুদকে এলোপাথারিভাবে কুপিয়ে ফেলে রাখে।

[৪] এ ঘটনায় ভুক্তভোগী পরীক্ষার্থীর নানা দানেশ সরদার বাদী হয়ে বাবুল আকনসহ ৭জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত রোববার দুপুরে বাবুল আকন জামিন আনার জন্য আদালতে হাজিরা দিতে যান। এসময় আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।

[৫] উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সরদার নিজামুল হক সাংবাদিকদের বলেন, বাবুল আকন একজন প্রতারক ও মিথ্যাবাদী। তার সাথে যুবলীগের বর্তমানে কোন সম্পর্ক নেই।

[৬] এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, বাবুল আকন ছাত্র কোপানোর মামলায় জামিন আনতে গেলে আদালত তাকে জেলে পাঠিয়েছে। বাবুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়