শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে মামলার হাজিরা দিতে গিয়ে নব্য যুবলীগ নেতা কারাগারে

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে একাধিক মামলার আসামি নবযোগদানকৃত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল আকন মাদারীপুর আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। আসামি বাবুল আকন এর আগে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছেন। সোমবার (২৬ অষ্টোবর) দুপুরে থানা পুলিশ সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

[৩] মামলা ও পুলিশ সুত্রে জানাগেছে, গত বছর এসএসসি পরীক্ষা চলাকালীন সময় উপজেলার লক্ষীপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মো. তারেক মাহমুদ সরদার তার পরীক্ষা শেষে একা বাড়ি রওনা দেয়। পথিমধ্যে ওৎ পেতে থাকা আসামী বাবুল আকনের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে পরীক্ষার্থী তারেক মাহমুদকে এলোপাথারিভাবে কুপিয়ে ফেলে রাখে।

[৪] এ ঘটনায় ভুক্তভোগী পরীক্ষার্থীর নানা দানেশ সরদার বাদী হয়ে বাবুল আকনসহ ৭জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত রোববার দুপুরে বাবুল আকন জামিন আনার জন্য আদালতে হাজিরা দিতে যান। এসময় আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।

[৫] উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সরদার নিজামুল হক সাংবাদিকদের বলেন, বাবুল আকন একজন প্রতারক ও মিথ্যাবাদী। তার সাথে যুবলীগের বর্তমানে কোন সম্পর্ক নেই।

[৬] এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, বাবুল আকন ছাত্র কোপানোর মামলায় জামিন আনতে গেলে আদালত তাকে জেলে পাঠিয়েছে। বাবুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়