শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিশ্চয়তা প্রিমিয়ার লিগ নিয়ে

নিজস্ব প্রতিবেদক: [২] করোনাভাইরাসের কারণে গত মৌসুমের প্রিমিয়ার লিগ শেষ হয়নি। মাঝ পথেই ‘স্থগিত’ করা হয় ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসর। করোনাভাইরাসকে জয় করে ইতোমধ্যে বিসিবি ক্রিকেট ফিরিয়েছে মাঠে। লঙ্গার ভার্সনের ম্যাচ শেষে ওয়ানডে ফরম্যাটের টুর্ণামেন্টও শেষ করেছে বোর্ড।

[৩] এবার লক্ষ্য টি-২০। বিসিবি ৫ দল নিয়ে টি-২০ টুর্ণামেন্ট যে আয়োজন করছে সেটা নিশ্চিত হওয়া গেছে এরই মধ্যে। তবে স্থগিত থাকা ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুম বা আগামি মৌসুম নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না বোর্ডের শীর্ষ কর্তারা।

[৪] বোর্ডের দায়িত্বশীল সূত্রগুলোও প্রিমিয়ার লিগ নিয়ে মন্তব্য করতে নারাজ। বিসিবির পক্ষ থেকে আনুষ্টানিক ভাবেও প্রিমিয়ার লিগ নিয়ে কিছু বলা হচ্ছে না। ওয়ানডে টুর্ণামেন্ট শেষ করে বোর্ড এবার টি-২০ টুর্ণামেন্টের পথে এগুচ্ছে। আগামি ১৫ নভেম্বর থেকে শুরু হতে পারে পাঁচ দলের ওই টুর্ণামেন্টটি।

[৫] এমন পরিস্থিতিতে অনেকেই শঙ্কায় আছেন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে। যদিও বিসিবি বলছে, ঘরোয়া ক্রিকেট নিয়ে তারা পরিকল্পনা করছে। কিন্তুু সেই পরিকল্পনায়ও তেমন গুরুত্ব পাচ্ছে না প্রিমিয়ার লিগ। বিসিবির ভাবনায় নিজস্ব দলগুলো নিয়ে হওয়া ঘরোয়া টুর্ণামেন্টগুলোর কথা। প্রিমিয়ার লিগের দলগুলো বোর্ডের হাতে নয়। প্রিমিয়ার লিগ তাই চাইলেই শুরু করতে পারবে না বিসিবি। সেখানে ক্লাবগুলোর মনোভাবকেই গুরুত্ব দিতে হবে বোর্ডকে। ক্লাবগুলো না চাইলে, এগিয়ে না আসলে বোর্ডের পক্ষ থেকে লিগ শুরু করা ‘কঠিন’ হয়ে পড়বে।

[৬] প্রিমিয়ার লিগ নিয়ে জানতে চাইলে আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘এটা নিয়ে এখনই কথা বলতে চাচ্ছি না। আসলে প্রিমিয়ার লিগের কথা যেটা ১১-১২ টা দল আলাদা রাখা; কিন্তু আমরা এখন যেটা করছি বিসিবির অধীনে সব দায় দায়িত্ব নিয়ে টুর্নামেন্ট আয়োজন করছি।

[৭] তো এই ধরনের যতগুলো টুর্নামেন্ট আছে সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। যেমন এনসিএল আছে, বিসিএল আছে আসন্ন যে টুর্নামেন্টটা সেটাও বিসিবির অধীনে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়