জাকির আকন: [২] রোববার সন্ধায় ৬ টায় রাজশাহী সিরাজগঞ্জ এর হাটিকুমরুল -বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটিতে মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান কামরুল (২৮) নামে এক কলেজ শিক্ষক কে ট্রাক টাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
[৩] নিহত টি,এম কাসরুজ্জামান কামরুল (২৮) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলার কাউরাইল ইসাহাক তফের আলী কলেজের বাংলা প্রভাষক। তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান রোববার (২৫ অষ্টোবর) সন্ধায় শিক্ষক টি,এম কাসরুজ্জামান কামরুল তাড়াশে ফেরার পথে উপজেলার মহিষলুটির কাছাকাছি স্থানে একটি ট্রাক চাপা দিলে নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। সম্পাদনা: সাদেক আলী