শিরোনাম
◈ জাতীয় নির্বাচ‌নের দিন গণভোটে 'হ্যাঁ' জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয় ◈ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা: একনেক বৈঠক ◈ নীলফামারীর হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা ◈ যেভাবে রশি ছাড়াই ১০১ তালা বিল্ডিংয়ে উঠলেন আমেরিকান যুবক! (ভিডিও) ◈ ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ওসি-এসআইকে অবরুদ্ধ করে কান ধরে উঠবস করালো জনতা (ভিডিও) ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে  আর্সেনালকে হারিয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ জয় শাহকে তোপ পি‌সি‌বির সা‌বেক প্রধ‌া‌নের, আই‌সি‌সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় ◈ বাংলাদেশের বয়কটে ধাক্কা ইডেনের! ফেরত হবে টিকিটের দাম ◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন ‘ধর্মঘটের’ ডাক

মঈন উদ্দীন: [২] ৩১ অক্টোবরের মধ্যে আট দফা দাবি আদায় না হলে আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পরিবহনমালিক–শ্রমিকেরা। শনিবার বগুড়ার চারমাথা বাস টার্মিনাল এলাকার একটি মোটেলে আয়োজিত রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক–শ্রমিক যৌথ কমিটির সভা শেষে সন্ধ্যায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

[৩] সভায় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক–শ্রমিক যৌথ কমিটির সভাপতি মো. আনছার আলী এবং বিভাগীয় পরিবহন মালিক–শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আট দফা দাবি তুলে ধরেন। এ সময় দাবি আদায়ে সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে দাবি আদায় না হলে ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগের আট জেলা ছাড়াও বগুড়া থেকে উত্তরবঙ্গের সব জেলায় পরিবহন চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।তাঁদের দাবির মধ্যে রয়েছে রাজশাহী বিভাগের আট জেলায় অনিয়ন্ত্রিতভাবে বিআরটিসি বাস চলাচল বন্ধ করা, সিটি করপোরেশনের বাইরে বিআরটিসির ডাবল ডেকার বাস চলাচল বন্ধ করা, সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা, বিআরটিসির লিজ (ইজারা) প্রথা বাতিল করা, সড়ক-মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধ করা ইত্যাদি।

[৪] সভা শেষে আমিনুল ইসলাম বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিআরটিসির বাস ডিপো থেকে ডিপোয় চলাচল করার কথা। কোনো উপজেলা পর্যায়ে বিআরটিসির বাস চলাচল করার কথা নয় এবং মাঝপথে কোনো কাউন্টার থাকা কিংবা যাত্রী ওঠানামা করার কথা নয়। অথচ উত্তরবঙ্গে ১৮ উপজেলায় বিআরটিসির বাস চলাচল করছে। মালিক-শ্রমিকদের চুক্তি অনুযায়ী, বিআরটিসির ডাবল ডেকারের বাস সিটি করপোরেশনের বাইরে চলাচল করার কথা নয়। অথচ বগুড়া ডিপো থেকে জয়পুরহাট রুটে হঠাৎ করে বিআরটিসির ডাবল ডেকার বাস চালু করা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়