শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুলশানে বাড়ি দখলের অভিযোগ ভারতীয় নারীর বিরুদ্ধে

ইসমাঈল ইমু: [২] বিমানবাহিনীর এ নামের এক ভারতীয় নারী। এ বিষয়ে ওই ক্যাপ্টেনের এর দুই মেয়ে মোবাশশারা মোস্তফা এবং মুশফিকা মোস্তফা গুল ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যুর পর তার স্ত্রী দাবি করে গুলশানের বাড়ি দখলে নিয়েছেন অঞ্জু কাপুর শান থানায় জিডি করেছেন।

[৩] ১০ কাঠা জামির ওপর নির্মিত তৃতীয় তিনতলা বাড়ির মালিক মোস্তফা জগলুল ওয়াহিদ। ওয়াহিদের জীবদ্দশায় অঞ্জু কাপুর নিজেকে ওয়াহিদের স্ত্রী দাবি না করলেও এখন বলছেন, ওয়াহিদ তার স্বামী ছিলেন। তার স্বামী তাকে বাড়িটি লিখে দিয়ে গেছেন। যদিও তার বক্তব্যের সমর্থনে কাগজপত্র দেখাতে পারেননি।

[৪] এদিকে ওয়াহিদের কোনো ছেলে নেই। তার দুই মেয়ে থাকলেও তাদের ওই বাড়িতে ঢুকতে দেয়া হচ্ছে না। বাবার স্মৃতিবিজড়িত বাড়িতে দুই বোন- প্রতিদিনই বাড়ির গেটে গিয়ে বসে থাকেন। কিন্তু মেইন গেট ভেতর থেকে বন্ধ থাকায় তাদের এই ইচ্ছাটুকুও পূরণ হচ্ছে না।

[৫] জিডিতে তারা উল্লেখ করেন, গুলশান-২ নম্বরের ৯৫ নম্বর রোডের ৪ নম্বর বাড়িটি তাদের বাবার। ক্যান্সার আক্রান্ত হয়ে গত ১০ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান। ২০০৪ সালে বাড়িটির নির্মাণকাজ শেষ হয়। ২০০৫ সালে মায়ের সঙ্গে তার বাবার বিচ্ছেদ ঘটে। ২০১৪ সালে তারা দুই বোন দেশের বাইরে ছিলেন। এ সময় তাদের বাবা টায়ফয়েডে আক্রান্ত হন। তখন তাকে দেখাশোনার জন্য অঞ্জু কাপুর এ বাড়িতে আসেন।

[৬] গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি জিডি হয়েছে। এ নিয়ে ফৌজদারি মামলা হলে বা এ সংক্রান্ত আদালতের কোনো নির্দেশ এলে নিশ্চয়ই আমরা যথাযথ ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়