শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়াইলে অপহরণের পর হাত-পা, মুখ বাঁধা তরুণীকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট: নড়াইলে অপহরণের পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। ডিবিসি নিউজ

শুক্রবার সকালে নড়াইল শহরে প্রাইভেট পড়তে যান সরকারি ভিক্টোরিয়া কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওই তরুণী। দুপুরে বাড়ি না ফেরায় পরিবার মোবাইল ফোন বন্ধ পায়। পরে মেয়েটির মোবাইল ফোন থেকে তার বাবার কাছে কল করে মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করা হয়।

এরপরই পুলিশের শরণাপন্ন হন বাবা। পরে রাতে শহরের এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালার পাশ থেকে মেয়েটিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী মেয়ের বাবা বলেন, আমার মেয়ে যে গাড়িতে ছিল সেখানে এক যাত্রী তার নাকের মধ্যে রুমাল দিয়ে নেশা জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে নিয়ে গিয়ে আমাকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপন চায়।

নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মশিউর রহমান বাবু বলেন, তার সকল পরীক্ষা-নিরীক্ষা করে আলামত সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। পরিক্ষার ফলাফল আমরা দুই-একদিনের মধ্যে ঘোষণা করতে পারবো। তবে সে এখন মোটামুটি স্বাভাবিক আছে।

সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা হয়েছে, আসামিদের ধরার চেষ্টা করছে পুলিশ।

নড়াইল পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, আমরা মেয়েটিকে উদ্ধার করেছি। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় মামলা করা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়