সাতক্ষীরা প্রতিনিধি : [২] আওয়ামী লীগ নেতা শরবত আলীসহ ৫টি হত্যা মামলার আসামি সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ ডালিমের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
[৩] নির্যাতিত পরিবারবর্গ ও ইউনিয়নবাসীর আয়োজনে শনিবার সকালে উপজেলার গদাইপুর বাজারে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
[৪] বক্তারা বলেন, খাজরা ইউনিয়নের ধর্ষক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদস্যু ও বোমাবাজ ইউপি চেয়ারম্যান ডালিম বার বার মানুষ হত্যা করেও পার পেয়ে যাচ্ছে। বক্তারা এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কুখ্যাত এই রাজাকার পুত্রকে দল থেকে বহিস্কারসহ দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ